সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে অ্যাশলে বার্টি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : পুরুষ টেনিসে রেকর্ড ২১তম গ্র্যান্ডস্ল্যামের খোঁজে নামা রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। এদিকে নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। নাদাল পরের রাউন্ডে রাশিয়ান ২৮তম বাছাই কারেন খাশানোভ কিংবা ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির মুখোমুখি হবেন। গতকাল অ্যাশলে বার্টি ইতালির লুসিয়া ব্রোঞ্জেত্তিকে ৬-১,৬-১ সেটে হারিয়েছেন। ২৫ বছর বয়সী লুসিয়া বার্টির বিপক্ষে গতকাল কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ম্যাচ শেষে ইতালিয়ান নন্দিনী অ্যাশলে বার্টির প্রশংসা করতে ভুল করেননি। র‌্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে থাকা ইতালিয়ান এ টেনিসার বার্টির বিপক্ষে লড়তে পেরেই মহাখুশি। লুসিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করা অ্যাশলে বার্টি পরবর্তী ম্যাচে আরেক ইতালিয়ানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেলবোর্নে পাঁচটি ফাইনাল খেলা নাদাল এবারের আসরে একমাত্র সাবেক চ্যাম্পিয়ন। ২০২১ সালের শেষ দিকে পায়ের চোট নিয়ে সরে যান তিনি। আগস্টের পর প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফিরেই জেতেন অস্ট্রেলিয়ান সামার সেট ট্রফি।
সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নেমে প্রথম দুটি বাধা টপকালেন সহজে। গতকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানের বিপক্ষে ১৬টি ব্রেক পয়েন্টের সুযোগ তৈরি করেন নাদাল। তার মধ্যে চারটিতে পয়েন্ট আদায় করেন এবং জয়ের পথে তার উইনার্স ছিল ৩০টি। ম্যাচ শেষে ফিট থাকা প্রসঙ্গে জানতে চাইলে নাদাল মজা করে বলেন, ‘আমি একটু গলফ খেলি, কখনোই জিমে যাওয়ার লোক নই আমি।
চলমান গ্র্যান্ডস্ল্যামে বিশ্বরেকর্ডের পথে যাত্রায় গতকাল দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি না স্প্যানিশ এ তারকা। জার্মান ইয়ানিক হানফম্যানকে গতকাল হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-৪ গেমে, সরাসরি সেটে জয় তুলে নিয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই নাদাল গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে হানফম্যানকে পাত্তাই দেননি। শুরুর সেটে নাদালের কাছে স্রেফ উড়ে গেছেন হানফম্যান, হেরেছেন ৬-২ গেমে। পরের সেটেও হারলেন ৬-৩ গেমে। শেষ সেটে কিছুটা প্রতিরোধের দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন জার্মান এ টেনিস খেলোয়াড়। চারটা ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছিলেন তিনি। তবে সেটা কেবল নাদালের জয়ের অপেক্ষাটাই একটু বাড়াতে পেরেছে, তাকে হারানোর জন্য সেটা যথেষ্ট ছিল না মোটেও।
গেল মৌসুমটা পায়ের চোটের কারণে পুরো খেলতেই পারেননি তিনি। তবে চলতি মৌসুমের শুরুতেই দারুণ দাপুটে প্রত্যাবর্তন ঘটেছে তার। অজি ওপেনে পা রেখেছেন শিরোপা জিতে। এসেই টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন রীতিমতো। তাতেই তার আশার পালে লাগছে জোর হাওয়া।
এর আগে মঙ্গলবার বিকালে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট এরিনাতে স্লোয়েন স্টিফেনসের বিপক্ষে কোর্টে নেমেছিলেন এমা রাদুকানু। ম্যাচের প্রথম রাউন্ডে ১৭ মিনিটেই ৬-০ পয়েন্টে রাউন্ড শেষ করেন এই ব্রিটিশ টেনিসার। পরবর্তী রাউন্ডে স্লোয়েন স্টিফেনস ম্যাচে ফিরে আসেন। দ্বিতীয় রাউন্ডে এমা রাদুকানু ৬-২ পয়েন্ট পরাজিত হন স্লোয়েন স্টিফেনসের কাছে। তৃতীয় রাউন্ড শুরু হলে এমা রাদুকানু আবার তার প্রথম রাউন্ডের মেজাজে চলে যান। এই রাউন্ডে ৫-১ পয়েন্ট অর্জন করে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান ২০ বছর বয়সী এ ব্রিটিশ তরুণী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়