দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিশুপার্ক উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা পরিষদ শিশুপার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত এ পার্কের উদ্বোধন করা হয়। শিশুপার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান এমএসটি এন্টারপ্রাইজের আয়োজনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী ও গেস্ট অব অনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে লাঠুয়াপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার ধাক্কামারা ইউপির মাহাবুবার রহমান দাখিল মাদ্রাসা মাঠে রাজারপাট ডাঙ্গা ও লাঠুয়াপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির দুই শতাধিক অতি দরিদ্র নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়। মাদ্রাসার সুপার মাসুদার রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউপিজির শাখা ব্যবস্থাপক সুজাউদ্দৌলা, ব্র্যাক পঞ্চগড় আঞ্চলিক অফিসের সিনিয়র টেকনিক্যাল অফিসার সাইদুর রহমান, ব্র্যাকের ভিষন বাংলাদেশ প্রোগ্রামের কর্মসূচি সংগঠক তৌহিদুল ইসলাম, লাঠুয়াপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক সামসুল হক প্রমুখ।

হেলথ ক্যাম্প

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, পৌর প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী। পৌরসভায় বসবাসরত কর্মজীবী ল্যাকটেটিং মাদার ৫শ’ জনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ওর স্যালাইন ও গুঁড়াদুধ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

কর্মশালা

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হাওরে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে উপজেলাধীন পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা কাবিটা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম। পাউবোর মো. আলামিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. মনসুর রহমান, গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মণ প্রমুখ। সভায় উপজেলার ৩৩টি পিআইসি সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : পীরগাছায় উপজেলার ২২ হাজার ৫০০ সচল নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি নির্ণয়ের লক্ষ্যে উপজেলা অবহিতকরণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এসআরডিএস) বাস্তবায়নে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এতে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. সানোয়ার মোর্শেদ, সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এসআরডিএস) সিনিয়র ট্রেনিং অফিসার জহুরুল হক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়