দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

শিল্পকলায় নাট্যতীর্থের ‘জুলিয়াস সিজার’

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ঐতিহাসিক নাটক ‘জুলিয়াস সিজার’ মঞ্চে এনেছে নাটকের দল নাট্যতীর্থ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। নাট্যকার অধ্যাপক আবদুস সেলিম অনূদিত ঐতিহাসিক এই নাটকটির নির্দেশনায় ছিলেন তপন হাফিজ।
রোম সাম্রাজ্যের সেনাপতি ও একনায়ক ছিলেন জুলিয়াস সিজার। ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন এই শাসক। যুদ্ধের মাঠে রণকৌশলের পাশাপাশি সাহিত্যেও ছিলেন তিনি সিদ্ধহস্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে রোমকে একনায়কতন্ত্রে রূপ দেন জুলিয়াস সিজার। গাল্লিয়া জয়ের পর প্রথমবারের মতো ব্রিটেন এবং জার্মানি আক্রমণের জন্য সেখানে রোমান সৈন্যবাহিনী নিয়ে যায় সিজার। তার যুদ্ধকৌশলে পরাজিত হয় স্পেন, গ্রিস, আফ্রিকা, মিসরের মতো দেশগুলো। নাটকটিতে স্বৈরশাসক জুলিয়াস সিজারের পাশাপাশি তার প্রশাসনিক দক্ষতাকেও তুলে ধরা হয়েছে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
শিল্পকলায় মমতাজউদদীনের স্মরণসভা : ‘নাটককে নিজ পরিবারের মতোই ভালোবাসতেন মমতাজউদদীন’। তথ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণ, আলোচনা, আবৃত্তি ও গানে গানে প্রয়াত নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী উদযাপন করেছে নাটকের দল থিয়েটার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই মমতাজউদদীন আহমদের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর মমতাজউদদীন আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন প্রমুখ।

আলোচনার বিরতিতে প্রয়াত এই নাট্যজনের প্রিয় কবিতাগুলো আবৃত্তি করেন ড. শাহাদাৎ হোসেন নিপু ও মীর বরকত। এতে সংগীত পরিবেশন করেন ছায়া কর্মকার।
বক্তারা বলেন, শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকেও নাটকের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। নিজের পরিবারের মতোই ভালোবাসতেন নাটককে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নাটককেই জীবনের একমাত্র সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়