দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

ল²ীপুরে বনায়নের উপকারভোগীদের চেক বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ল²ীপুর : ল²ীপুরে সামাজিক বনায়নের ১০১ জন উপকারভোগী নারী-পুরুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে লভ্যাংশের ৪০ লাখ টাকার চেক দিয়েছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলা এসএফপিসি আয়োজিত ২০০৪ থেকে ২০০৬ আর্থিক সালের সৃজিত আবর্তের এসব লভ্যাংশের চেক তুলে দেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম।
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সামাজিক বনায়ন তৈরিতে চুক্তিভিত্তিক বিক্রীত গাছের আংশিক হারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ৪৫ ভাগ আর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় উপকারভোগীদের ৫৫ ভাগ লভ্যাংশ দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়