দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

মোরেলগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : মোরেলগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে উপজেলার পল্লীমঙ্গল বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে লাভলু স্টোরের মালিক লাভলুকে ৫০০ টাকা, দিদার পরিবহনের চালক বিপ্লব মল্লিককে ১ হাজার টাকা, বলেশ্বর পরিবহনের দুজন যাত্রীকে ৪০০ টাকা, এক ইজিবাইক চালককে ২০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ী মো. লোকমানের কর্মচারী মো. আলী হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মোট ৫২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়