দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

মুখ খুললেন বেলা হাদিদ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সম্প্রতি গেøাবাল সুপার মডেল বেলা হাদিদ মুখ খুলেছেন তার মানসিক স্বাস্থ্য-সমস্যা নিয়ে। ২৫ বছর বয়সি মার্কিনি সুন্দরী বেলা ডব্লিউএসজি ম্যাগাজিনে তার ‘বেদনাদায়ক এবং দুর্বল’ মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘দুই বছর ধরে আমার কোনো ব্যক্তিগত স্টাইলিস্ট নেই। প্রথমদিকে আমার মানসিক অবস্থা এতটাই ভঙ্গুর ছিল যে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল। নিজ থেকে পোশাকও বাছাই করতে পারতাম না। বিশেষ করে বাইরে ওঁত পেতে থাকা পাপারাজ্জিদের কারণে বেশি উদ্বেগে ভুগতাম।’ অবশ্য সময়ের সঙ্গে সব উদ্বেগ ঝেরে উঠেছেন বলেও জানান হাদিদ। বলেছেন, মানসিক সমস্যাগুলো নিজেকেই মোকাবিলা করতে হয়। তিনি সেটা করে দেখিয়েছেন। আরো বলেছেন, করোনার এই বিষণ্ন সময়ে তিনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। কিছু ইনস্টাগ্রাম পোস্টের নেপথ্যের গল্পও বলেন বেলা। গত নভেম্বরে নিজের কান্নারত ছবি পোস্ট করেছিলেন। এ নিয়ে বললেন, ‘ওই সময়টা আমার জীবনের এক হতাশাজনক অধ্যায় ছিল। চিকিৎসকের কাছেও যাই। আমার মা বা ডাক্তার যখন আমার দিন কেমন কাটল জিজ্ঞেস করতেন, আমি তাদের মেসেজের উত্তর লিখে দেয়ার পরিবর্তে ছবি তুলে পাঠাতাম। তখন টাইপ করার চেয়ে ছবি পাঠানোই সহজ মনে হতো। কারণ কেমন অনুভব করছিলাম তা লিখে বোঝানোর উপায় ছিল না।’ ‘গত তিন বছরের প্রতিটা দিন আমার কাছে যন্ত্রণাদায়ক ও দুর্বল ছিল। শারীরিক যন্ত্রণায়ও ভুগছিলাম।’ বললেন বেলা হাদিদ। তবে এখন নিজেকে আগের চেয়ে ভালো বলেই জানালেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়