দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

মিল্কভিটা পাউডার প্ল্যান্টে ৪ দিন পর উৎপাদন শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) শাহজাদপুরের বাঘাবাড়ী কারখানার পাউডার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের কারণে ৪ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার রাত ৪টায় উৎপাদন শুরু হয়েছে।
মিল্কভিটা বাঘাবাড়ী দুগ্ধ কারখানার ইনস্ট্যান্ট পাউডার প্ল্যান্ট-২ এর ভবনের দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লম্বা চোঙে উপরের অংশে ড্রায়ার মেশিনের চেম্বারে আগুন লাগলে উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়। গত শনিবার রাত সাড়ে ৮টায় প্রখর তাপের কারণে এ অগ্নিকাণ্ডে গুঁড়া দুধ পুড়ে যায়। বাঘাবাড়ী নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ঘটনার পরদিন দুগ্ধ প্ল্যান্ট পরিদর্শন করেন। গত সোমবার সকালে বাঘাবাড়ী থেকে ঢাকায় ফিরে যান তিনি। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) অতিরিক্ত মহাব্যবস্থাপক মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাশার দুজন প্রকৌশলীসহ একটি টিম নিয়ে গত রবিবার বাঘাবাড়ী কারখানায় আসেন। দুই দিন চেষ্টার পর গতকাল রাত ৪টায় যান্ত্রিক ত্রæটি সারিয়ে তারা প্ল্যান্টটি চালু করতে সক্ষম হন।
অতিরিক্ত মহাব্যবস্থাপক মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাশার বলেন, ইনস্ট্যান্ট পাউডার প্ল্যান্টটির ড্রায়ার মেশিনের চেম্বারে অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড ঘটে।
তবে মিল্কভিটা বাঘাবাড়ী কারখানার ডিজিএম অমিয় কুমার মণ্ডল বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ আগে এ প্ল্যান্ট স্থাপন করা হয়। মেশিনটিতে মাঝে মাঝেই যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। ফলে কারখানার উৎপাদন ব্যাহত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়