দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে করোনা সংক্রমণ বাড়ছে

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : দেশে করোনা সংক্রমণ বাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ইতোমধ্যে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে। এখন তারা অনলাইনে ক্লাস নিচ্ছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস চালু রেখেছে। কিন্তু সব বিশ্ববিদ্যালয়েই আবাসিক হল এবং শিক্ষকদের কোয়ার্টার খোলা রয়েছে। আর আবাসিক হলগুলো খোলা থাকায় সেখানে করোনায় আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। চারটি বিশ্ববিদ্যালয় ঢাবি, বুয়েট, চুয়েট, রুয়েটে এখন পর্যন্ত আক্রান্ত ৩৩ জন। আক্রান্তদের সংস্পর্শে আসা অনেক শিক্ষার্থী আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীও আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সবচেয়ে বেশি শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়টির আটটি হলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ জন। প্রশাসনের পক্ষ থেকে এ সংখ্যা সাংবাদিকদের জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, এ সংখ্যা আরো বেশি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইটি হলে করোনায় আক্রান্ত হয়েছেন চার জন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন হলে চার জন আক্রান্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গণরুমের এক শিক্ষার্থীও করোনায় আক্রান্ত হয়েছেন।
বুয়েট কর্তৃপক্ষ বলছেন, আক্রান্তদের তারা হলের তত্ত্বাবধানে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। হলে বা বিশ্ববিদ্যালয়ের কোথাও আইসোলেশন করার ?সুযোগ নেই। তাই আক্রান্তদের বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বলেন, সব শিক্ষার্থীকে পরীক্ষার আওতায় আনা সম্ভব হয়নি। যারা অসুস্থ বোধ করছেন তাদের পরীক্ষা করা হচ্ছে। এদের মধ্যে যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদের

বাড়ি পাঠিয়ে দিচ্ছি। সংস্পর্শে আসা শিক্ষার্থীদের আইসোলেশন করানোর ব্যবস্থা নেই বলেও জানান তিনি। হল বন্ধের বিষয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতি আরেকটু দেখে আমরা সিদ্ধান্ত নেব।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রবিউল আওয়াল বলেন, এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। এর আগে তারা নিজ নিজ হলে আইসোলেশনে ছিলেন।
শিক্ষার্থীরা বলছেন, করোনা সংক্রমণের হার ৫ শতাংশে নামার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল। তবে এখন সংক্রমণের হার ২০ শতাংশের ওপরে। তবুও হল বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হচ্ছে না। শিক্ষার্থীরা হলে স্বাস্থ্যবিধি মেনে চললেও হলের বাহিরে অবস্থানের সময় তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে না। এই অবস্থায় হলে থাকা তাদের জন্য নিরাপদ নয়।
এ বিষয়ে বুয়েটের ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, আমাদের আবাসিক হলে অবস্থানরত ২৪ শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের গাড়ি ভাড়া করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে এদের কারণে অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কিংবা আবাসিক হল বন্ধের বিষয়টি জাতীয় বিষয়। এখানে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সিদ্ধান্তের বিষয় আছে। তাদের কাছ থেকে সবুজ সংকেত পেলে আমরা আবাসিক হল বন্ধ করে দেব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়