দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

নৌকার বিরোধীদের নিয়ে মহিলা আ.লীগ নেত্রীর কম্বল বিতরণ : স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরোধিতাকারীদের নিয়ে কম্বল বিতরণ করছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ বেগম কৃক। গত সোম ও মঙ্গলবার বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করেন তিনি। তার এ কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও পরাজিত নৌকার প্রার্থীরা। জানা যায়, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এস এম মহাব্বত হোসেন। ওই নির্বাচনে নৌকার বিরোধিতা করে ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. কোবাদ হোসেন ও তার ছেলে মো. শহিদুল ইসলাম। গত সোমবার বিকালে রূপাপাত বোর্ড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার পাশে বসা ছিলেন নৌকার বিরোধিতাকারী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. কোবাদ হোসেন। একই দিন সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নে রতনদিয়া আলমের বাড়িতে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে মাহমুদা বেগম কৃকের সঙ্গে উপস্থিত ছিলেন নৌকার বিরোধিতাকারী উপজেলা আ.লীগের সদস্য মো. গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক মো. বোরহান আহমেদ, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলম মল্লিক, ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ। এ বিষয়ে কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক মোবাইল ফোনে বলেন, এরা নৌকার বিরোধিতা করেছে, আমি বিশ্বাসই করতে পারছি না। বিষয়টি আমার জানা ছিল না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়