দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

জুতার কারখানায় আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর ডেমরায় রাজমহল সিনেমা হলের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে টিনশেড ভবনে স্থাপিত কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বলেন, এলাকার রাজমহল সিনেমা হলের পাশে একটি টিনশেড ভবনের জুতার কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে প্রথমে ২টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় আরো ৩টি ইউনিট যোগ করা হয়। আগুনে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। এছাড়া উদ্ধার হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়