দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

কয়রায় নিষিদ্ধ ৮ বেহেন্দি জাল পুড়িয়ে ধ্বংস : ৪ জেলে আটক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে আটটি নিষিদ্ধ বেহেন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় নিষিদ্ধ জালে রেণু পোনা ধরার অপরাধে স্থানীয় ৪ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলো- শওকত হোসেন (৩০), অনুপ সরকার (২২), রফিকুল ইসলাম (৩৬), ইসমাইল হোসেন (৩১)। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৪ জেলের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এরপর তাদের ছেড়ে দেয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আমিনুল হক জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী, কারেন্ট জাল, বেহেন্দি জাল, মশারি জাল ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন কাটকাটা এলাকার সাকবাড়িয়া নদীত অভিযান চালিয়ে আটটি নিষিদ্ধ বেহেন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। তিনি আরো বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ কম্বিং অপারেশন চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়