আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিযোগিতা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানাসহ প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, শিক্ষক শৈলেশ তপাদার ও সুশান্ত মজুমদার।

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন আবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইমদাদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী প্রধান মো. সিদ্দিকুর রহমানসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দিনব?্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পাঠ, র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা। শেষে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়