আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

শ্রীপুরে সংবাদ সম্মেলন : ইউপি চেয়ারম্যানের অসদাচরণের প্রতিবাদ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, গাজীপুর : শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের অসদাচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। গতকাল সোমবার শ্রীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রাশিম ফুড ওয়ার্ড এন্ড লেদার প্রাইভেট লি. কোম্পানির স্বত্বাধিকারী মোজাম্মেল হক।
তিনি জানান, ১৬ জানুয়ারি ট্রেড লাইসেন্স করার জন্য ওই চেয়ারম্যানের দপ্তরে গেলে চেয়াম্যান অগ্নিমূর্তি ধারণ করে বলেন, ‘তুর ট্রেড লাইসেন্স হবে না। আর যদি করতে চাস তবে অনেক টাকা দিতে হবে’। কত টাকা দিতে হবে জানতে চাওয়া মাত্র চেয়ারম্যান নিজে এবং তার ৪-৫ সহযোগী মিলে ওই ব্যবসায়ীকে কিল, ঘুষি ও মাথি মারতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোজাম্মেল হক বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার ভেরামতলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মহলের সহায়তা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়