আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

লাভেলোর প্রতি সর্বোচ্চ অনীহা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২টির বা ৪০.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস লাভেলো আইসক্রিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৬.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৬.৯৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকের ৬.৪০ শতাংশ, তিতাস গ্যাসের ৬.৩৭ শতাংশ, প্রাণের ৬.১৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৫.৬০ শতাংশ, সিভিও’র ৪.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৬১ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪.৩১ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৪.৩০ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়