আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

মনজুর মফিজ ওয়ান ব্যাংকের এমডি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. মনজুর মফিজ গত ১৬ জানুয়ারি থেকে পরবর্তী ৩ বছরের জন্য ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে মফিজ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দীর্ঘ ২৮ বছর কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ও সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেন। পরবর্তীতে তিনি এবি ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি দেশ ও বিদেশে বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
মো. মনজুর মফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি (সিভিল) শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়