আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

নিরাপদ সবজি উৎপাদন : বারিতে প্রশিক্ষক প্রশিক্ষণ বিষয়ে কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের (বাগ) উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান গতকাল সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব সাম ফিল্ড লেভেল এক্সটেনশন ওয়ার্কার্স অব ডিএই, ডিওএফ, ডিএলএস এন্ড প্রোগ্রেসিভ ফার্মার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি) এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি
বারি মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), গাজীপুরের উপপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষক প্রশিক্ষণে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিসেফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. মো. জয়নুল আবেদিন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, ডিএইর সরজমিন উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মো. রফিকুল আমিন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহমেদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএইর সম্প্রসারণ কৃষি কর্মকর্তা ও প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার।
বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আবু তাহের মাসুদ প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন। কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মৃত্তিকা ও পানি ব্যবস্থাপনা শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. আতাউর রহমান, পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল হক খান ওই প্রশিক্ষণে প্রশিক্ষণ দেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়