আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

ড. হাছান মাহমুদ : নাসিকের মতোই সুষ্ঠু হবে আগামী সংসদ নির্বাচন

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে দৈনিক পত্রিকা ‘ভোরের আকাশ’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ভোরের আকাশ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক টুলু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, ‘নাসিক নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আরো বেড়েছে। বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও তারা ভিন্ন অবয়বে সব নির্বাচনেই অংশ নিয়েছে। সুতরাং তারা এখন বুঝতে পেরেছেন তাদের জনপ্রিয়তা কোন জায়গায় আছে।’
সাংবাদিকদের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা প্রশ্ন রেখেছেন দেশে এতগুলো পত্রিকার প্রয়োজন আছে কিনা! ভালো পত্রিকার অবশ্যই প্রয়োজন আছে। ব্রিফকেসনির্ভর পত্রিকার প্রয়োজন নেই। যেগুলো বিজ্ঞাপন দিলে ছাপায়, ক্রোড়পত্র দিলে ছাপায়- সেই পত্রিকাগুলো আমরা চিহ্নিত করেছি। ইতোমধ্যে ৪০০ বেশি পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য জেলা প্রশাসকদের কাছে তালিকা পাঠানো হয়েছে। ব্রিফকেসনির্ভর পত্রিকা দেশে থাকবে না- যেখানে যিনি প্রকাশক তিনি সম্পাদক আবার তিনি রিপোর্টার, তিনি বিল সংগ্রাহক। এই ধরনের পত্রিকা ও এই সব পত্রিকায় যাদের সাংবাদিক হিসেবে নিয়োগ দেয়া হয় তাদের যন্ত্রণায় সাধারণ মানুষের টেকা যায় না। আমরা এ ধরনের পত্রিকা বন্ধ করব। একই সঙ্গে সাংবাদিক নেতৃবৃদ্ধের সঙ্গে পরামর্শ করে প্রেস কাউন্সিলকে অনুরোধ জানিয়েছি কারা সাংবাদিক হতে পারবে সেটার একটা মানদণ্ড বা নীতিমালা যাকে তৈরি করা হয়।’
তিনি বলেন, অনলাইন পত্রিকার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কার্ড আমরা খুব সচেতন হয়ে দিচ্ছি। অনলাইন নিউজ পোর্টালের ব্যাপারে আমরা বেশি সচেতন। ভূতুড়ে অনলাইন ও নিবন্ধনহীন অনলাইনের জন্য অ্যাক্রেডিটেশন ও সচিবালয়ের কার্ড দেয়া বন্ধ করেছি। কারণ, নানা স্বার্থে ও অপকর্ম করার জন্য এইগুলো পরিচালিত হয়।

এইগুলো ধীরে ধীরে বন্ধ করা হবে।
পত্রিকার স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে এবং সেই স্বাধীনতার কারণে অনেক যাতনা তৈরি হয়। যার হাতে অস্ত্র আছে তিনি সেই অস্ত্র দিয়ে যে কোনো জায়গায় গুলি করতে পারেন না। সাংবাদিকদের কলম আছে। তারা কলমযোদ্ধা। সুতরাং সেই যুদ্ধ কোথায় করা হবে তা ঠিক রাখতে হবে। আমার স্বাধীনতা যাতে অপরের স্বাধীনতা খর্ব না করে সেদিকেও খেয়াল রাখতে হবে।’
মজুরি বোর্ডের বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ড যাতে বাস্তবায়িত না হয় সেজন্য পত্রিকার মালিকই মামলা করেছে। সুতরাং আমি মনে করি, সমস্যা কোথায় সাংবাদিকরা জানেন। আশা করব যেখানে সমস্যা সেখানের গোড়াই আপনারা হাত দেবেন।’
দেশের অনিয়মের পাশাপাশি দেশের এগিয়ে যাওয়ার খবর জনগণকে শোনানোর অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশটা যে এত এগিয়ে গেল, মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেল সেগুলো নিয়ে গণমাধ্যমে মাতামতি হয়নি। করোনার সময়েও যে দেশ এত এগিয়ে গেল সেটি নিয়েই পত্রপত্রিকায় মাতামাতি হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়