আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

এসজেআইবিএলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসজেআইবিএল) ট্রেনিং একাডেমিতে সম্প্রতি ‘আরটিজিএস সিস্টেমে ই-পেমেন্টের মাধ্যমে শুল্ক-করাদি, ফি, চার্জ পরিশোধ’-এর ওপর দিনব্যাপী একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার এম আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ৭৪ জন কর্মকর্তা ও ৬ জন গ্রাহক প্রতিনিধি অংশ নেন।
এতে বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক রাফেজা আক্তার কান্তা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী প্রোগ্রামার মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। ব্যাংকের ইভিপি ও ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মো. নকীবুল ইসলাম প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এছাড়া ব্যাংকের পেমেন্ট এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্টের এসভিপি ও ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস আলোচনায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়