আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

আমতলীর অবৈধ ৭ ভাটার মালিককে জরিমানা : ড্রাম চিমনি অপসারণ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলার ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪ লাখ টাকা জরিমানা ও ড্রাম চিমনি অপসারণ করেছেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক। গত রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ দেখতে পেয়ে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুযায়ী রবিবার উপজেলার ৭টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকায় এইচআরটি ব্রিকস, একই ইউনিয়নের মোস্তফাপুর এলাকার এমএসবি ব্রিকস, আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের এমসিকে ব্রিকস, কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় আরএমকেএস ব্রিকস, রায়বালা এলাকায় এডিবি ব্রিকস, একই এলাকার মৃধা ব্রিকস, খাকদান এলাকায় মেসার্স ফাইব স্টার ব্রিকস নামে মোট ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ওই ইটভাটা গুলোর ড্রাম চিমনি ভেঙ্গে ফেলাসহ ইটভাটার সব প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ অধিদফতর বরিশাল ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক বলেন, বিভিন্ন সময়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ দেখতে পেয়ে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুযায়ী ৭টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ লাখ টাকা জরিমানা করাসহ ড্রাম চিমনি ভেঙে ফেলে ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়