আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এডভোকেট এ এম আমিন উদ্দিন। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। গতকাল সোমবার করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন অ্যাটর্নি জেনারেল।
জানা যায়, রবিবার পরীক্ষা করে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীর করোনা শনাক্তের রিপোর্ট পজেটিভ আসে। তারপর তিনি বাসায় আইসোলেশনে চলে যান। এর আগে করোনা আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করলে ২০২০ সালের ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। তিনি ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৯-২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন আমিন উদ্দিন।
তার আগে তিনি সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়