অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কম্বল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী ৫নং খয়েরবাড়ী উইনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ৭৫০ জন দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবন্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে খয়েরবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এ সময় খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোষ্ঠো মহন চৌধুরী, ইউপি সচিব মোহাম্মদ আলীসহ ইউনিয়ন পরিষদের সব ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : গতকাল রবিবার চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডে অবস্থিত আশ্রাফিয়া এছহাকিয়া হাফেজি মাদ্রাসা মাঠে ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। নতুন কমিটিতে ইলিয়াস হাসানকে সভাপতি, হাফিজুর রহমানকে সহসভাপতি এবং আলী আজগরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইলিয়াস হাসানের সভাপতিত্বে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল করীম আকরাম, ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ আরো অনেকে।

জরিমানা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাকেরগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গত শনিবার উপজেলার সদর রোডে হানিফ ডেন্টাল কেয়ার ও এশিয়া ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্লিনিকের অনুমোদন না থাকা, ডেন্টাল ডাক্তার না হয়ে চিকিৎসা দেয়ার অভিযোগে হানিফ ডেন্টাল কেয়ারকে ২০ হাজার ও এশিয়া ডেন্টাল কেয়ারকে ৩০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নবীনবরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গতকাল রবিবার পিটিআই হলরুমে নবীনবরণ অনুষ্ঠান হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাফিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। দুর্গাপুর উপজেলা ‘নিরাপদ সড়ক চাই’-এর সভাপতি মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুসং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার।

মতবিনিময় সভা

কাগজ প্রতিবেদক, রাঙ্গামাটি : জেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল রবিবার প্রাথমিক শিক্ষক, উপজেলা শিক্ষা, জেলা শিক্ষা অফিসারদের নিয়ে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার শিক্ষার অগ্রগতিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, অংসুই ছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, আব্দুর রহিম, ইলিপন চাকমা, প্রবর্তক চাকমা, নিউচিং মারমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, কাউখালী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম : চরাঞ্চলের বিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে সুয়েটার, কম্বলসহ করোনা প্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। জেলার ধরলা নদী তীরবর্তী এলাকার শহীদ ক্যাপ্টেন বাশার স্কুল প্রাঙ্গণে রবিবার দুপুরে এসব উপকরণ দেয়া হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন মুসলিম এইডের সহায়তায় বিতরণের সময় উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু, প্রকল্প পরিচালক সুভাষ সরকার, সিনিয়র অফিসার শাহ ওয়ালিউল্লাহ। প্রায় দেড় হাজার শিশু শিক্ষার্থীকে ১টি হুডি, মাঙ্কি ক্যাপ, মোজা, ভ্যসলিন, মাস্ক, সাবান, স্যানিটারি ন্যাপকিন, কাপড় কাচার পাউডার, হেক্সিসল দেয়া হয়।

ফ্রি চিকিৎসাসেবা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জে ও পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলায় আল-রাফি হাসপাতালের উদ্যোগে ১ হাজার রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াইহাজারের দুপ্তারা আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও ভুলতা এলাকায় এ ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম। এ সময় রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় লায়ন মীর আব্দুল আলীম বলেন, আল-রাফি হাসপাতাল দীর্ঘদিন ধরে দুস্থ ও সাধারণ রোগীদের কমমূল্যে ভালো চিকিৎসাসেবা দিয়ে আসছেন। আমরা ব্যবসার চেয়ে সেবাকে বেশি অগ্রাধিকার দেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়