অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

শ্রীমঙ্গলে বীরাঙ্গনা সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বীরাঙ্গনা সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার হবিগঞ্জ সড়কস্থ শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় বীরাঙ্গনা শিলা গুহকে ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও শ্যামলী পরিবহনের এমডি রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নেতা সুধাংশু কুমার দাশ, প্রাণ কৃষ্ণ ঘোষ, ইঞ্জিনিয়ার কেশব কুমার রায়, অপূর্ব কুমার সাহা, চন্দন চন্দ্র লোদ, জয়ন্তী রায়, অমল চন্দ্র বসাক, এডভোকেট বিনয় কৃষ্ণ পোদ্দার, অভিজিৎ দাস, সজীব ভক্ত, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের নেতা অজয় দেব, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাসেন্দ্র ভট্টাচার্য্য, সুনীল বৈদ্য সচী, মুকুল দেব রায়, প্রকৌলী তুষার কান্তি সরকার প্রমুখ।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া ও শ্রীমঙ্গল লোকনাথ ভাবপ্রচার সংঘের উদ্যোগে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের নেতাদের পৃথকভাবে সম্মাননা দেয়া হয়। এর আগে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গল বিদ্যাবিল চা বাগান, বর্মাছড়া চা বাগান, ফুলছড়ি চা বাগান, চাতালী চা বাগান, কালাছড়া চা বাগান, কালাপুর গাঢ় লাইন, সবুজবাগ ও সাগরদীঘি সড়কসহ বিভিন্ন স্পটে ৬০০ মানুষের মধ্যে ১ হাজার ২০০ পিস কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জি, মাজদিহি চা বাগানের চাতালী ডিভিশনের সহকারী ব্যবস্থাপক মো. শামীম আহমদ, পূজা উদযাপন পরিষদ কালাপুর ইউনিয়ন শাখর সাধারণ সম্পাদক প্রদীপ দেব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়