অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

রিজভীর অভিযোগ : বিশ্ববিবেককে বিভ্রান্ত করার চক্রান্ত করছে সরকার

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে ‘গুমের শিকার’ পরিবারগুলোর কাছ থেকে পুলিশ ‘মিথ্যা’ বিবৃতিতে সই নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যেসব পরিবারের সদস্য গুম হয়েছে, সেসব বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। মিথ্যা বিবৃতি লিখে তাতে সই নেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে সরকার বিশ্ববিবেককে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। গতকাল রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরী ইসলামের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এ মানববন্ধনের আয়োজন করে। ইউট্যাবের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির অ্যাডভোকেটে শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সরকারের উদ্দেশে রিজভী বলেন, যখন পতন আসবে, তখন কেউ তা ঠেকাতে পারবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়