অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

বেশি আগ্রহ আজিজ পাইপসে

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮২টির বা ৪৮.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের কার্যদিবস আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকার্সের ৯.৯৯ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৯৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৯৪ শতাংশ, শমরিতা হসপিটালের ৯.৯২ শতাংশ, ফাইন ফুডসের ৯.৮৯ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৯.৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৬৫ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৯.৫৬ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়