অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

বাউফল পৌরসভা : বিনা ভোটে মেয়র ও ৩ কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেয়র ও তিন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার বাউফল নির্বাচন কমিশন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৩১ জানুয়ারি বাউফল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বর্তমান মেয়র মো. জিয়াউল হক জুয়েলকে (নৌকা প্রতীক) নির্বাচিত ঘোষণা করা হয়। অপরদিকে পৌরসভার ৩নং ওয়ার্ডে আবদুল লতিফ খান, ৫নং ওয়ার্ডে ফরহাদ হোসেন মিয়া এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড (৭, ৮, ৯) ইসরাত জাহান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। আগামী ৩১ জানুয়ারি পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ ৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে সাধারণ ৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে সাধারণ ২ জন, ৬নং ওয়ার্ডে সাধারণ ৩ জন, ৭নং ওয়ার্ডে সাধারণ ২ জন, ৮নং ওয়ার্ডে সাধারণ ৪ জন এবং ৯নং ওয়ার্ডে সাধারণ ৩ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। আগামী ৩১ জানুয়ারি কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট নেয়া হবে। বাউফল পৌরসভায় মোট ১১ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়