অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

বসুন্ধরা গ্রুপের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

‘ঘরো আমার দুই বাচ্চা বড়, শীতের রাইত একটি কম্বল দিয়ে কাটাইতে অইতো। এখন আরেকটা কম্বল পাইছি বসুন্ধরার পক্ষ থাকি। আমার বাচ্চাইনতে এখন আরামে শীতের মাঝেরাতে ঘুমাইতে পারব।’ বসুন্ধরা গ্রুপের দেয়া কম্বল উপহার পেয়ে কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের কুলাউড়ার কৌলারশি গ্রামের বাসিন্দা দিনমজুর সোয়াব আলী (৫০)। তার মতো ৩৫০ জন শীতার্তের মাঝে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গত শনিবার পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে শুভসংঘ কুলাউড়ার সভাপতি উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও ভূমি এবং গৃহহীন মানুষকে ঘর দিয়েছেন। করোনার সংকটের সময় সরকারের পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দেয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপ যে কোনো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপও অসহায় মানুষকে সহযোগিতা করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু বলেন, বসুন্ধরা গ্রুপের মতো অন্যরাও এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ লাঘব হবে।
হাড় কাঁপানো শীতের কষ্টের সময়ে মুখে হাসি ফুটল ময়মনসিংহের শতাধিক পথশিশু এবং এতিমখানার শিশুদের মুখে। গত শনিবার দুপুরে নগরীর কেওয়াটখালী এলাকায় আত-তাবীব মাদ্রাসা ও এতিমখানায় এসব শিশুর হাতে কম্বল তুলে দেয়ার পর শিশুরা খুশিতে উচ্ছ¡াসিত হয়ে ওঠে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। কালের কণ্ঠ শুভসংঘ ময়মনসিংহের বন্ধুরা এ কাজে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি।
আত-তাবীব এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান বলেন, এতিমখানার শিশুরা কম্বল পাওয়ায় তারা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের জন্য তারা দোয়া করছেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়