অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

নির্বাচন করতেই হচ্ছে পরীমনিকে

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। কিন্তু ১৫ ডিসেম্বর তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
জানা যায়, মাতৃত্বজনিত কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শিল্পী সমিতির নির্বাচন কমিশন জানায়, পরীমনির প্রার্থিতা প্রত্যাহার হয়নি। তাকে নির্বাচন করতেই হবে।
শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন বলেন, ‘১৫ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেয়ার শেষ সময় ছিল। এর মধ্যে আমরা কারো প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি। তাই তার প্রার্থিতা প্রত্যাহার হয়নি।’
এদিকে পরীমনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলেন, তিনি অসুস্থ, তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সে জন্য তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি। কিন্তু তখন আর সময় ছিল না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি। এখন বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়