অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

গভীর সাগরে ট্রলারসহ ২৩ জেলে অপহরণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে গত শনিবার সাইফুল ইসলাম-৩ নামক একটি মাছধরা ট্রলার ও ২৩ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র জলদস্যুরা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী শনিবার বিকাল ৫টায় এ খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ল²ীপুর জেলার মাহফুজ মিয়ার মালিকানাধীন এফবি সাইফুল ইসলাম-৩ নামক ওই মাছধরা ট্রলারটি আনুমানিক সপ্তাহখানেক আগে মাছধরার যাবতীয় রসদ নিয়ে সমুদ্র যাত্রা করে। গত শনিবার ভোররাতে গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে তাদের সশস্ত্র একটি জলদস্যু দল অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন- ওই ট্রলারের মাঝি আনোয়ার হোসেন, আবুল কালাম, সবুজ, জাকির, জাহের, বশিরসহ মোট ২৩ জন জেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদ বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
র‌্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, অপহৃত জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এ রিপোর্ট তৈরিকালে শনিবার বিকাল ৫টায় জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অপহৃত জেলে পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা এবং তাদের ভেতর এক ধরনের হতাশা বিরাজ করছে। আমি কোস্ট গার্ড এবং র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়