অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

কানাইঘাটে হামলায় গুরুতর আহত সাংবাদিক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : হত্যা মামলার আসামিদের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কানাইঘাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আব্দুর রব (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার দুপুর ১টার দিকে আব্দুর রব কানাইঘাট ল²ীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরি জামে মসজিদের নির্মাণকাজ দেখে নিজ বাড়ি এরালিগুল গ্রামে যাচ্ছিলেন। এ সময় মসজিদের সামনের রাস্তায় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় নজরুল হত্যা মামলার আসামিদের প্রশ্রয়দানকারী স্থানীয় এরালিগুল গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আলাউদ্দিন মড়ই (৫৫) গং। প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন মড়ই ও তার ছেলে নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামি জুনেদ আহমদ, মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম, মাহিন আহমদ একই গ্রামের হাসন রাজার ছেলে আব্দুশ শহিদ, আলাউদ্দিনের ছেলে ফখর উদ্দিনসহ আরো ৪-৫ জন হামলা চালায়। আব্দুর রব হত্যা মামলার সাক্ষী হওয়ায় সম্প্রতি কয়েকবার হুমকি দেয় আলাউদ্দিন মড়ই ও আসামিরা। গতকাল রবিবার মসজিদের সামনে রাস্তার উপর তাকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই পায়ে উপর্যুপরি আঘাত করে। এতে পায়ের হাড় ভাঙাসহ মারাত্মক জখম ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকার শুনে মসজিদের কাজে নিয়োজিত লোকজন এগিয়ে এসে রক্ষা করেন। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আব্দুর রবের স্বজনরা জানিয়েছেন, নজরুল ইসলাম নজু হত্যা মামলার সেল্টারদাতা আলাউদ্দিন মড়ই গত শনিবার রাতে সাবেক ইউপি সদস্য মস্তাক আহমদের বাড়িতে একটি বৈঠকে এবং স্থানীয় মন্তাজগঞ্জ বাজারে প্রকাশ্যে আব্দুর রবের ওপর হামলা করবে বলে ঘোষণা দেয়। কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, হামলাকারীদের আটক করতে অভিযান চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়