অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

আর্থিক প্রতিষ্ঠান : অনিয়ম পাওয়া গেলে দুই মাসের মধ্যেই বিশেষ পর্ষদ সভা

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের তদন্তে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো গুরুতর অনিয়মের খোঁজ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানকে ২ মাসের মধ্যে বিশেষ পর্ষদ সভা ডাকতে হবে। সেই সভায় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম পাওয়ার পর গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়, এ বিশেষ পর্ষদ সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন মহাব্যবস্থাপক বা উপমহাব্যবস্থাপক, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাজার বিভাগের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া এ সভার কার্যবিবরণী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদন্তে পাওয়া অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিচ্ছে, তাও জানাতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়