গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

হোসেনপুরে গ্রিল কেটে চুরির সময় আটক ১

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : হোসেনপুরে গ্রিল কেটে দোকানে চুরি করার সময় এক চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক রাকিব মিয়া (১৯) উপজেলার পুমদী ইউনিয়নের ডাহুরা গ্রামের বাসিন্দা। এ সময় তার সহযোগী আরো চার-পাঁচজন পালিয়ে গিয়ে রক্ষা পেলেও তাদের নামে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। গত শুক্রবার রাত ৩টার দিকে পৌর এলাকার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল মিয়ার ওয়ার্কশপের সামনে একটি অস্পষ্ট নম্বরযুক্ত পিকআপ ভ্যান চুরির উদ্দেশ্যে অপেক্ষারত ছিল। এ সময় আরেক চোর সোহেল মিয়া ওয়ার্কশপের ভেতরে ঢুকে দরজা খুলে এসএস স্টিলের মালামাল বাইরে বের করার চেষ্টা করছিল। এরই মধ্যে ওয়ার্কশপ মালিকের ছেলে রাত ৩টায় দোকানের সামনে পিকআপ দেখতে পান। পিকআপ দেখে সন্দেহ হলে চিৎকার শুরু করেন। অন্যরা পালিয়ে রক্ষা পেলেও রাকিবকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়া হয়। গতকাল শনিবার সকাল ৮টার দিকে পুলিশ চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ চোরকে উদ্ধার করে। অপরদিকে চোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন জানান, সোহেলের ওয়ার্কশপে চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়