গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

সড়ক দুর্ঘটনা : ময়মনসিংহে বাবার বাড়ি যাওয়ার পথে দুই নারী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই লরি চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চর কামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম (৪৫)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহত দুই নারী স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি ধোপাঘাট এলাকায় যাত্রী নামানোর সময় পেছন থেকে একটি বালুবোঝাই লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুন মারা যান। এ সময় বকুলা বেগমসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বকুলা বেগম মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়