গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

রাসিক মেয়র লিটন করোনা আক্রান্ত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে তিনি ঢাকায় তার নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রাসিক মেয়র লিটন ও তার সহধর্মিণী শাহিন আক্তার রেণীর সঙ্গে মোবাইলে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুদিন আগে হালকা কাশি শুরু হয় খায়রুজ্জামান লিটনের।
ফলে সন্দেহ হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এরপর রিপোর্ট পজেটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরের অন্য কোনো সমস্যা নেই। সংশ্লিষ্ট সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়