গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

চোরাইপথে যাওয়ার চেষ্টা : মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২১ জন আটক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : রাতের অন্ধকারে চোরাইপথে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কানাইডাঙ্গা এলাকা থেকে ১৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪টি শিশুকে আটক করেন। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, শনিবার ভোর রাতে চোরাইপথে ভারতে যাওয়ার সময় সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের মেহগনি বাগান থেকে খুলনা জেলার এরশাদ আলী গাজীর ছেলে আনোয়ার গাজী (৩৫), স্ত্রী সখিনা বেগম (৩০), মেয়ে রুকাইয়া গাজী (৩), ছেলে আব্দুল্লাহ (২), যশোর জেলার বিরাট সমাজপতির স্ত্রী শিখা রানী সমাজপতি (৪০), মেয়ে রিয়া সমাজপতি, ছেলে তীপ্ত সমাজপতি, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইল জেলার শাহাদাৎ হোসেনের মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মণ্ডলের স্ত্রী ঊষা রানী মণ্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মণ্ডলের ছেলে আলম মণ্ডল (৪৭), একই এলাকার লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১), সাহাবুদ্দিনের ছেলে সাইফুল আলম (৩০), সুনামগঞ্জ জেলার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০), গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালির ছেলে তপন বাওয়ালি (২৩), রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবীর (৪৪), ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদের ছেলে জমির আহম্মেদ (৩০) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে রাকিবুল ইসলামকে (৩১) আটক করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান, মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়