গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

ইউপি নির্বাচন : ষষ্ঠ ধাপে ১৪৪ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে চেয়ারম্যান পদে ১২ জনসহ তিন পদে মোট ১৪৪ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপিতে ভোট রয়েছে। গতকাল শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ছয় ধাপে চেয়ারম্যান পদে ৩৬২ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন।
ইসির জনসংযোগ শাখার মাঠ পর্যায়ের একীভূত তথ্য অনুযায়ী, ষষ্ঠ ধাপে তিন পদে ১৪৪ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২ জন, সাধারণ সদস্য ১০০ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৩২ জন।
আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপিতে নির্বাচন হবে। গত বৃহস্পতিবার এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ ধাপের সব ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এসব ইউপিতে এখন চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী রয়েছেন ১ হাজার ১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২ হাজার ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন।
২০১৬ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি ভোট হয়। সেবার ছয় ধাপের ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১২ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। এর আগে সেটাই ছিল সর্বোচ্চ। এবারে সে রেকর্ড আগেই ভেঙে গেছে।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে পাঁচ ধাপে নির্বাচন শেষ হয়েছে। বাকি ইউপির ভোটের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮ ইউপির নির্বাচন হবে। আর ১০ ফেব্রুয়ারি ৮টি ইউপির ভোট দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমাপ্তি টানতে চায় বর্তমান ইসি। আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়