গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

আলোচনায় আইফোন ১৪ প্রো

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আইফোন ১৩ নিয়ে এখনো উন্মাদনা চলছে। এরমধ্যেই আলোচনায় এসেছে আইফোন ১৪ প্রো। শোনা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজে ১২ মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রসেসরেও আসছে নতুনত্ব। তাইওয়ান ভিত্তিক সংস্থা ট্রেন্ডফোর্সের মতে, আইফোন ১৪ প্রো মডেলে থাকছে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। বিষয়টি নিয়ে টেক জায়ান্ট অ্যাপল এ বছরই ঘোষণা দিবে বলেও উল্লেখ করা হয়েছে ট্রেন্ডফোর্সের প্রতিবেদনে। যদিও বিষয়টি নিয়ে এখনো অফিসিয়ালি কিছু বলেনি অ্যাপল সংশ্লিষ্টরা। তবে আইফোন ১৪ নিয়ে গুজব এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন অ্যানালিস্ট আইফোন ১৪ প্রোর ৪৮ মেগাপিক্সেল নিয়ে কথা বলেছিলেন। জানা গেছে, ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে ৮কে মুডের ভিডিও ধারণ করা যাবে। তবে টপ অ্যান্ড মডেলগুলো ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকিগুলোতে ১২ মেগাপিক্সেল ক্যামেরাই থাকবে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে চারটি নতুন আইফোন মডেল লঞ্চ করবে অ্যাপেল। এই ফোনগুলোর মধ্যে ৬.১ ইঞ্চি আইফোন ১৪, ৬.৭ ইঞ্চি আইফোন ১৪ ম্যাক্স, ৬.১ ইঞ্চি আইফোন ১৪ প্রো, গেস ৬.৭ ইঞ্চি আইফোন ১৪ প্রো ম্যাক্সসহ বিভিন্ন মডেল ও সাইজ থাকবে। প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। এসব নিউজে আইফোন ১৪ স্পেসিফিকেশন নিয়েও কথা বলা হয়েছে। জানা গেছে, আইফোন ১৪ প্রোতে নেক্সট জেন এ ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হবে। এছাড়াও ৪এনএম ম্যানুফ্যাকচারিং প্রসেসর থাকার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়