গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

আগৈলঝাড়ায় সৌরবিদ্যুতে সেচ শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় সৌরশক্তির মাধ্যমে কৃষকের ক্ষেতে পানি সেচ দিয়ে বোরো মৌসুমে ধান চাষের যাত্রা শুরু হলো। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহযোগিতায় উপজেলার বাকাল ইউনিয়নের জসার মৌজায় ইরি-বোরো ক্ষেতে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে পানি দিয়ে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।
সূত্র মতে, যশোর ১-কিউসেক সৌরশক্তি চালিত এলএলপি স্কিমের মাধ্যমে ৪২টি সোলার প্যানেলের সহযোগিতায় এই সৌরশক্তি নির্মাণ করা হয়েছে। প্রতিটি প্যানেলের ক্ষমতা ৩৯৫ ওয়াট, একসঙ্গে ৪২টি সোলার প্যানেলের সাহায্যে ৭ দশমিক ৫ অশ্বশক্তির মোটর দিয়ে ইরি-বোরো ক্ষেতে পানি দেয়া যাবে। এতে প্রায় ২০০ থেকে ২৫০ একর জমি চাষাবাদ করা যাবে। কৃষকরা বিদ্যুতের চেয়ে এই সৌরশক্তির মাধ্যমে চাষাবাদ করলে খরচ অনেক কম হবে বলে জানিয়েছে আগৈলঝাড়া কৃষি অফিস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়