সিদ্ধান্ত পরিবর্তন : শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : সবার দৃষ্টি নারায়ণগঞ্জে > আইভী-তৈমূরের লড়াইয়ে বাড়তি মাত্রা শামীম ওসমান

পরের সংবাদ

হোটেল আমারি ও এবি ব্যাংক চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এবি ব্যাংক লিমিটেড এবং হোটেল আমারি ঢাকার মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা হোটেল আমারি ঢাকার রুম রেন্টে ৫০ শতাংশ, কনভেনশন হলে ৫০ শতাংশ, ফিট সেন্টারে ২০ শতাংশ এবং ক্যাফে ও বেকারি আইটেমে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এছাড়াও এবি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য আমারি রেস্তোরাঁতে রয়েছে বছরজুড়ে ১টি ব্রেকফাস্ট ও ১টি বুফে ডিনারের সঙ্গে ১টি ফ্রি অফারসহ বিভিন্ন উৎসব ও দিবসে ১টি ডিনারের সঙ্গে ৩টি পর্যন্ত ফ্রি।
এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান এবং হোটেল আমারি ঢাকার মহাব্যবস্থাপক ক্রিস্টোফার বেকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়