সিদ্ধান্ত পরিবর্তন : শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : সবার দৃষ্টি নারায়ণগঞ্জে > আইভী-তৈমূরের লড়াইয়ে বাড়তি মাত্রা শামীম ওসমান

পরের সংবাদ

ভারতে ৪৮ ঘণ্টায় করোনা শনাক্ত ৫ লাখ ছাড়াল

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতে একদিনে আরো ২ লাখ ৬৪ হাজার ২০২ জন নতুন কোভিড রোগী শনাক্তের খবর এসেছে, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭ শতাংশ বেশি।
আগের দিন সেখানে শনাক্ত হয়েছিল ২ লাখ ৪৭ হাজারের বেশি রোগী। ফলে বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে ৪৮ ঘণ্টায় ভারতে রোগী বাড়ল ৫ লাখ ১১ হাজার বেশি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের পর এখন পর্যন্ত এটাই একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।
করোনা ভাইরাসের ডেল্টা ধরনের দাপটে গত বছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ংকর বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয় ভারতকে। সে সময় ৭ মে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়।
এনডিটিভি জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার আরো বেড়েছে। একদিনের ব্যবধানে সাড়ে ১৩ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।
ভারতে সব মিলিয়ে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৬৩ লাখে পৌঁছেছে। এর মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৫৩ জনের মধ্যে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে শুক্রবার সকাল পর্যন্ত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ৪৮ শতাংশ। গত একদিনে আরো ৩১৫ জনের মৃত্যু হওয়ায় মহামারিতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনে পৌঁছাল।
এদিকে দিল্লিতে বৃহস্পতিবার একদিনে ২৮ হাজার ৮৬৭ জন কোভিড রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। সেখানে প্রতি তিনজনের নমুনা পরীক্ষায় একজন পজেটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তার সরকার এখন পর্যন্ত দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে দুই ডোজ কোভিড টিকা দিতে পেরেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়