সিদ্ধান্ত পরিবর্তন : শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : সবার দৃষ্টি নারায়ণগঞ্জে > আইভী-তৈমূরের লড়াইয়ে বাড়তি মাত্রা শামীম ওসমান

পরের সংবাদ

চিলমারীতে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ৫ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিও প্রার্থীসহ মোট ৩২ জন। এর মধ্যে থানাহাট ইউনিয়নে ৮ জন, রানীগঞ্জ ইউনিয়নে ৮ জন, চিলমারী ইউনিয়নে ৩ জন, রমনা ইউনিয়নে ৯ জন ও অষ্টমীর চর ইউনিয়নে ৪ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়