সিদ্ধান্ত পরিবর্তন : শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : সবার দৃষ্টি নারায়ণগঞ্জে > আইভী-তৈমূরের লড়াইয়ে বাড়তি মাত্রা শামীম ওসমান

পরের সংবাদ

চকরিয়ায় আগুনে পুড়ল ৫ বাড়ি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় ৪ বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম জানান, আগুন লাগার ঘটনা শুনে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু ততক্ষণে নিরঞ্জন কান্তি দে, বিশু কান্তি, লিটন কান্তি দে, হৃদয় কান্তি দে তাদের একই পরিবারের ৫ জনের বসতঘর পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ৫ বসতঘর পুড়ে যাওয়া ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ২০টি কম্বল দেয়া হয়েছে।
চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, নবনির্বাচিত চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, ৩নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম, পিআইও সহকারী কর্মকর্তা হারুনুর রশিদ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি দাশ, পরিবার পরিকল্পনা পরিদর্শক চিরিংগা এমডি আরিফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়