সিদ্ধান্ত পরিবর্তন : শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : সবার দৃষ্টি নারায়ণগঞ্জে > আইভী-তৈমূরের লড়াইয়ে বাড়তি মাত্রা শামীম ওসমান

পরের সংবাদ

অজানা শোবিজ : মঞ্চে ওঠার আগে ভয়!

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সংগীতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার’। বিচারকের আসনে রয়েছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী এবং সোনু নিগম। সঞ্চালকের ভূমিকায় যিশু সেনগুপ্ত। রিয়ালটি শোর মঞ্চে স্মৃতিচারণ ঘটালেন কুমার শানু। এই প্রথম নয়, বহুবার গানের মঞ্চে তিনি নানা অজানা গল্প ফাঁস করেছেন। এবার কিংবদন্তি গায়িকা আশা ভোসলেকে নিয়ে অজানা গল্প শেয়ার করলেন গায়ক। প্রায় ৫-৬ বছর আগের কথা মনে করে কুমার শানু বলেন, খুব বেশি হলে ৫-৬ বছর আগের কথা। আমার আর আশাজির স্টেজ পারফরম্যান্স করার কথা ছিল এক অনুষ্ঠানে। আশাজি মঞ্চে ওঠার আগে আমি অভিবাদন জানাতে ওনার দিকে হাত বাড়ালাম। আশাজির হাত ধরে দেখি বরফের মতো ঠাণ্ডা। আমি প্রশ্ন করলাম, আপনার হাত এত ঠাণ্ডা কেন আশাজি? উনি বললেন, ‘মঞ্চে ওঠার আগে ভয় করে।’ এরপরই সংগীত শিল্পী আরো বলেন, আমি অবাক হয়ে বললাম গান গাইতে মঞ্চে যেতে এখনো আপনার ভয় করে! উনি বললেন, যতদিন ভয় করবে, যতদিন হাত ঠাণ্ডা হবে, ততদিন আমি সংগীতশিল্পী থাকব। যেদিন হাত ঠাণ্ডা হবে না, ভয় করবে না, সেদিন থেকে আমি আর শিল্পী থাকব না। একসঙ্গে মঞ্চে অনুষ্ঠান করার কথা ছিল তাদের। সেই সময়কার ঘটনা শেয়ার করেন কুমার শানু। এরপরই শোর বিচারক তথা সংগীতশিল্পী বলেন, সুতরাং ভয় পাওয়া জরুরি। শোয়ে উপস্থিত সব দর্শক হাঁ করে শুনছিল গায়কের কথা। এরপরই করতালিতে গমগম করে ওঠে রিয়ালিটি শোর মঞ্চ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়