নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

সৈয়দপুর: শীত উপেক্ষা করে মাছ ধরার ধুম কিশোরদের

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলে দুদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে শীতের তীব্রতা বাড়লেও দমাতে পারেনি দুরন্ত কিশোরদের। শেষ পৌষে খাল-বিলে পানি কমে আসায় শীত উপেক্ষা করেই মাছ ধরায় মেতে উঠেছে কিশোররা। শীতকালে ছোট নদী, খাল ও পুকুরে পানি কমতে থাকে। এ সময় শুরু হয় মাছ ধরার ধুম। কিশোররা শীত উপেক্ষা করে ভোর বেলায় পুকুরে নামছে মাছ ধরতে। পুকুর, খাল ও নদীতে পানি কমায় সৈয়দপুরের হাটবাজারে দেশি মাছ বেশ চোখে পড়ছে। দামেও বেশ সস্তা। এখন বাজারে গেলেই মিলছে টাকি, পুঁটি, খইলসা, মোয়া, গুতুম, গছি ও বাইনসহ নানা প্রজাতির দেশি মাছ। বর্ষা মৌসুমে এসব দেশি মাছ বাজার থেকে উধাও হয়ে যায়। এমনকি মাঘ, ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসজুড়ে দেশি ছোট মাছের হাহাকার দেখা যায়। বর্ষা মৌসুমে বৃষ্টি কিংবা বন্যার পানি চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে দেশি মাছও চারদিকে ছড়িয়ে পড়ে। শীতকালে পানি তলানিতে থাকে। এজন্য পুকুর, খাল, ডোবা ও ছোট নদীগুলোতে পানি সেচে ধরা হয় মাছ। এ সময় পুঁটি, ডারকা, খইলসা, মোয়া, গছি, গুতুম ও টাকি মাছের সঙ্গে ট্যাংরা, মাগুর, শিং, শোল, বোয়াল মাছও পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়