নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

বিদ্রোহী বিহঙ্গিনী

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কষ্ট পোষার জন্য তো তোমারে বুকে পুষি নাই
তুমি হইলা শান্ত ডাহুক,
ভালোবাসার ডাকে আমারে ভুলাইয়া রাখবা জাগায়া রাখবা, মনের ভিতর শীত যেন কুয়াশা ঝরাইতে না পারে তাই ডানা বিছাইয়া ওম দিবা,
কুটুস মুটুস খুঁনসুঁটিতে আমার খেলার সঙ্গী হইবা!
কিন্তু তুমি উল্টা ধারালো নখের আঁচড়ে আমার মনটারে রক্তের জলাভূমি বানিয়ে দিলা?

শুনেছিলাম কোকিল তোমারে খুব জ্বালাইতো
গুপ্ত ডালের অনেক কিচিরমিচির গল্পও রটেছে,
ভীতু তোমারে দেইখা বুকের মইধ্যে ডাহুকীর মায়া জন্মায়া গেল তাই কচুরিপানার নালা থেইকা তুইলা আইনা তোমারে বুকের মাঝে খুব গোপনে থাকতে দিছি!
প্রতি ওয়াক্তে মায়ার ধান ছিটায়া দিছি, যতেœর ঘাস বিছায়া দিছি,
অথচ আমার কচি হৃদয়টারে তুমি ডগা পাতার মতন ছিঁইড়া, ঠোকরায়া ক্ষত বিক্ষত কইরা দিলা!
বুঝছি তুমি এক ফাঁদ পাতা ডাহুক, ঘুঘুর পরকীয়া প্রেমিক, বিশ্বস্ত প্রতারক!
তাইতো তাড়াইয়া দিতে চাইলেও তুমি নির্লজ্জতা কামড়ে পইড়া থাকতে জানো!

শুনো, শিকারির বাজারে ডাহুক মাংসের খুব কদর
যতটা ভালোবাসায় তোমারে বুকে জায়গা দিছি,
ততটাই শান্তির দরে তোমারে বেইচাও দিতে পারুম!
ভুলে যাইওনা, আমি আগুন ডানার পাখি বিদ্রোহী বিহঙ্গিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়