নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

দীঘলিয়া : সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

খুলনা প্রতিনিধি : খুলনার দীঘলিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈর বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ এনেছেন দলিল লেখকরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ। তিনি বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর সাব-রেজিস্ট্রারের দপ্তরে দলিল লেখক মো. ফেরদাউস লিটু ও তার ভাই মুরাদ বেশ কয়েকটি ভ্রম সংশোধন দলিল দাখিল করেন। দলিলগুলো ত্রæটিপূর্ণ হওয়ায় রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান সাব-রেজিস্ট্রার। এতে ফেরদাউস লিটু ও তার ভাই মুরাদ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালাগালি করে নানা ধরনের হুমকি দেন। পরবর্তী সময়ে তারা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনেন। এই দুই ভাই প্রভাব খাটিয়ে দলিল লেখকদের কাজ করা থেকে বিরত রেখেছেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, দীর্ঘ ৩ সপ্তাহ দলিল রেজিস্ট্রি বন্ধ থাকায় সব কিছু স্থবির হয়ে পড়েছে। দলিল লেখকরা তাদের কাজে ফিরে যেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়