নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

ঠাকুরগাঁওয়ে দরিদ্রদের মাঝে সবজি বীজ বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে খাদ্যে পুষ্টিগুণ ঠিক রাখার লক্ষ্যে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসের অ্যাগ্রিকালচার এক্সটেনশন অফিসার মনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। বিভিন্ন সবজি বীজের প্যাকেট দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অতিথিরা। কর্মসূচির আওতায় সংস্থার কর্ম এলাকায় ৬০০ পরিবারের মাঝে এ বীজ বিতরণ করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়