নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জরিমানা আদায়

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : পলাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীদের সেবা দেয়ায় ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুুপুরে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া সিগ্ধা। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের অপরাধে হাসপাতালটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকার কারণে আগামী ২০ দিনের মধ্যে লাইসেন্স দেখাতে বলা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় সরকার গঠনের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার প্রেস ক্লাব হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা শাখার আয়োজনে সমাবেশে জেলা কমিটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন- জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন বিএসসি, সদস্য আবদুস সাদেক জিহাদী, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ বি এম মশিউর রহমান, জেলা জেএসডির সাধারণ সম্পাদক শুভ রহমান, সদস্য হামিদুর রহমান, তোহিদুল ইসলাম, শাহ আলম, মনসুর আলী, মাজেদুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি জানান।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুর উপজেলার চকহরিচরণ গ্রামের আব্দুস ছালামের স্ত্রী মধুমালা (২৮) বিদ?্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ?্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার স্মৃতি পাল পরীক্ষা-নিরীক্ষা শেষে মধুমালাকে মৃত ঘোষণা করেন।

কম্বল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ৪৭০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবনির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মতিন। এ সময় ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ আলী, ইউপি সচিব আলমগীর কবির বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিকুঞ্চ চন্দ্র, মোফাজ্জল হোসেন মায়া, নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল হালিম, আক্কাস আলী, আনোয়ার হোসেন, সংরক্ষিত সদস্য বেদেনা বেগম, বিলকিছ জাহান, বর্তমান সদস্য আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আচুয়ারপাড়া ও তৈয়বপুর গ্রামে পৃথক অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিনকে গণসংবর্ধনা দেন স্থানীয়রা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়