নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

জলঢাকায় ভাঙা সেতুর উপর সাঁকো : ভারি পণ্য নিয়ে ঘুরতে হয় ৩ কিলোমিটার

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় সুই নদীর বালুরঘাট পুরনো ব্রিজের ওপর বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২ বছর ধরে সেতুর অবস্থা বেহাল হলেও এটি নির্মাণ করা হয়নি। ফলে এলাকাবাসী নিজ উদ্যোগে চাঁদা তুলে সাঁকো তৈরি করে। সাঁকো দিয়ে হেঁটে মানুষ যাতায়াত করতে পারলেও রিকশা, ভ্যান চলে না। ভারি পণ্য নিয়ে ৩ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এতে করে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকেওটে সুই নদীর ওপর অবস্থিত এ সাঁকো। এলাকাবাসী জানায়, এই সাঁকোর ওপর দিয়ে হিন্দুপাড়া, ডাঙ্গাপাড়া, সর্দার পাড়া, দোলাপাড়া, ঢোনাপাড়ার ৫-৭ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। বছরে দুইবার এ বাঁশের সাঁকোটি তৈরি করতে হয়। একবার বানাতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। ওই এলাকার আউয়াল হোসেন বলেন, দুই বছর ধরে এলাকার মানুষ মিলে এ বাঁশের পুল বানাই। এটা বানাতে মেলা টাকা খরচ হয়। মেম্বার, চেয়ারম্যান কেউ টাকা দেয় না।
স্থানীয় মার্জিয়া বেগম বলেন, পার হওয়ার সময় গোটা সাঁকোটাই নড়াচড়া করে। তাই চলাচল করতে খুব ভয় লাগে। অনেকেই পড়ে গিয়ে হাত-পা ভেঙে ফেলেছে।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান জানান, এটি নির্মাণ করার জন্য এলজিইডিসহ অনেক অফিসে আবেদন করেছি। তবুও তৈরি হয়নি এ বালুর ঘাটের সেতুটি। বর্ষাকালে এ সাঁকোটিতে ঝুঁকি আরো বেড়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একরামূল হক বলেন, সুই নদীর বালুর ঘাটের ব্রিজটি নির্মাণ করার জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়