নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

কোনো মৃত্যু নেই : ১২ দিনে ডেঙ্গু রোগী ৯৪ জন

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলতি মাসের ১২ দিনে (পহেলা থেকে ১৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় শতকের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মধ্য দিয়ে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৪ জনে। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মাত্র ৫৯ জন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারোর মৃত্যু হয়নি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে কোনো রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।
প্রসঙ্গত, গত বুধবার ঢাকায় কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। আক্রান্ত ১৪ জনের সবাই ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার ৩ জন, সোমবার ৩ জন, রবিবার ৭ জন, শনিবার ২ জন, শুক্রবার ১ জন এবং গত বৃহস্পতিবার ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৪ জন। আর অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়