নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

একদিনেই ভারতে শনাক্ত আড়াই লাখ ছুঁইছুঁই

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতে একদিনে ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন নতুন কোভিড রোগী শনাক্তের খবর এসেছে, যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের পর এটাই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও একদিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে উঠেছে।
করোনা ভাইরাসের ডেল্টা ধরনের দাপটে গত বছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ংকর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয় ভারতকে। এর মধ্যে ৭ মে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়। এনডিটিভি জানায়, ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। এদের মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ০৮ শতাংশ। গত একদিনে আরো ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারিতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে উঠেছে।
গত বৃহস্পতিবার কেবল মহারাষ্ট্রে ৪৭ হাজার ৭২৩ জন এবং দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কেরালায় তিন মাসের মধ্যে প্রথমবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে। তবে সেখানে আক্রান্তদের বেশির ভাগই ডেল্টার সংক্রমণের শিকার বলে জানান কেরালার স্বাস্থ্যমন্ত্রী। ভারত ফ্রন্টলাইনার ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা শ্রেণিকে কোভিড টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। তবে ৬০ বছরের বেশি বয়স্ক প্রায় দেড় কোটি মানুষ এখনো টিকা পায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থতার ঝুঁকি ডেল্টার চেয়ে কম হলেও বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন টিকাহীনদের জন্য এ ধরনটি এখনো বিপজ্জনক, বিশেষ করে বয়স্কদের জন্য, যাদের অন্যান্য প্রাণঘাতী রোগ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়